হিজড়া থেকে পুরুষ হওয়ার অভিনব চেষ্টা

হিজড়া হিসেবে জন্ম নেওয়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দা চালিত পংপিতাকউইসেত (২৫) পুরুষ হওয়ার জন্য চেষ্টা শুরু করেছেন। স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন বান্ধবীকে নিয়ে। এ ক্ষেত্রে তিনি একটি ক্লিনিকের সাহায্য নিচ্ছেন। ছবিটি স্থানীয় গত বৃহস্পতিবার তোলা।



মন্তব্য চালু নেই