গৃহবধূকে ফিল্ম কায়দায় ধর্ষণ করেছে ৪ হিজড়া!

সিরাজগঞ্জের জামতৈল স্টেশনেই সরকারী জায়গায় একটি ঝুপড়ি ঘরে বৃদ্ধ স্বামীর সঙ্গে বাস করতেন ওই গৃহবধু। সংসারের অভাব অনটনের কারনে কথিত হিজড়া সুলতানের কাছ থেকে শাড়ি নেয়ার প্রলোভনে পড়ে গত ৫ই জুন সকালে প্রতিবন্ধি গৃহবধূ সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামে তার বাড়িতে যায়। সেখানে প্রতিবন্ধী গৃহবধূর হাত পা বেধে ধর্ষণ করেছে ৪ হিজড়া! পরে অসুস্থ অবস্থায় বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়।

এ অবস্থায় শুক্রবার সকালে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে জামতৈল ষ্টেশনের উপরে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ৪ জুন রাতে কামারখন্দ থানায় কথিত ৪ হিজড়া সদর উপজেলার পোড়াবাড়ির সুলতান, কড্ডা মোড়ের জোনাকি ওরফে সালমা, কামরুল ও নদিয়াকে আসামি করে ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা জানিয়েছিলেন, অভিযুক্তদের বিচারের আশ্বাস দেয়ায় ক্ষুব্ধ লোকজন শান্ত হয়।

পরে ঘটনার বিষয়ে থানায় ধর্ষিতা গৃহবধূ মামলা করেছেন। সংগৃহীত



মন্তব্য চালু নেই