ভোলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ফজলে আলম, ভোলা॥ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পরে শনিবার অনুষ্ঠিত হয় ভোলা জেলা আওয়ামী লীগের সম্মেলন।

শনিবার দুপুর ১২টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিশেষ বক্তা ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম,এ্যাডভোকেট ইউসুফ হোসেন, পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর চাকমা, ড. হাসান মাহমুদ, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, ড. আবদুর রাজ্জাক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

আবারো ফজলুল কাদের মজনু মোল্লাকে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও আব্দুল মমিন টুলকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৭ সালের সেপ্টেম্বরে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতিও আব্দুল মমিন টুলকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়।



মন্তব্য চালু নেই