দেশে ফিরে আসছেন সাকিব, মুশফিক, তামিম
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতিয়ে আজ রাতে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এশিয়া কাপের ক্যাম্প শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি থেকে। ক্যাম্পে যোগ দিতে সাকিব ও মুশফিক ফিরে আসছেন।
এশিয়া কাপে দলে না থাকা তামিম চলে আসছেন ব্যক্তিগত কারণে। সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে ব্যাংককে যাবেন তামিম। ভিসা নিবেন বলে তামিমকে দেশে ফিরতে হচ্ছে।
প্রথমবারের মত আয়োজিত পিএসএলে বাংলাদেশের এ তিন তারকা বাদেও মুস্তাফিজুর রহমান দল পেয়েছিলেন। কিন্তু কাঁধের চোটের কারণে বিসিবি মুস্তাফিজকে খেলার অনুমতি দেয়নি। তামিম ব্যাট হাতে দ্যূতি ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। পেশোয়ার জালমির হয়ে খেলা তামিম ৬ ম্যাচে করেছেন ২৬৭ রান। ৬৬.৭৫ গড়ে এ রান করেছেন দেশসেরা এ ওপেনার। সাকিব আল হাসান অবশ্য নিজের প্রতি সুবিচার করতে পারেননি। ৮ ম্যাচে করেছেন ১২৬ রান। এছাড়া বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট। ম্যাচ খেলা থেকে সাইড বেঞ্চে বেশি সময় কেটেছে মুশফিকুর রহিমের। ৩ ম্যাচে বাংলাদেশের টেস্ট দলপতি করেছেন ৪৯ রান। সর্বোচ্চ ৩৩।
এশিয়া কাপের মূল পর্ব ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও আগামীকাল থেকে কোয়ালিফাইং রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফ্রেবুয়ারি, ভারতের বিপক্ষে। মূল মঞ্চে মাঠে নামার আগে চারদিন প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই