মা হতে চান ক্যাটরিনা
কিছু দিন আগেই রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ক্যাটরিনা কাইফের। বিচ্ছেদের পর মোটেও ভেঙে পড়েননি তিনি। তবে ফিতুর ছবি নিয়ে অনেক আশাবাদী থাকা সত্যেও সাফল্যের মুখ দেখতে পায়নি। আর তাই বুঝি নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন ক্যাট। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে তারই যেন ইঙ্গিত দিলেন।
জানিয়েছেন, তিনি চান তার সন্তান থাকুক। আরও বলেছেন, তারা ছয় ভাইবোন। তাই বাড়িতে সবসময় হৈ হুল্লোড় লেগেই থাকত। তারা বোনরা এতটাই একসঙ্গে সময় কাটাতেন যে বন্ধুর কোনও দরকারই হয়নি ক্যাটের। সেই সূত্র ধরেই সন্তানের কথা বলেন ক্যাট। জানান, তিনি সবসময়েই বন্ধুদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, পৌত্র পৌত্রীদের সঙ্গে থাকতে ভালোবাসেন। সেভাবেই থাকতে চান।
মন্তব্য চালু নেই