মা হতে চলেছেন সালমানের বোন অর্পিতা খান!

শিগগিরই সন্তানের মা হতে চলেছেন সুপারস্টার অভিনতা সালমান খানের ছোট বোন অর্পিতা খান। আর এই আনন্দ খবরে পার্টি হবে না তা কি হয়! ফলে গতকাল দেয়া হলো আগাম সন্তানের শুভ কামনায় বিশাল এক পার্টি। যেখানে হোস্ট হিসেবে ছিলেন স্বয়ং সালমান!

বর্তমানে শুটিংয়ের জন্য খুব চাপে আছেন সালমান। আসন্ন ছবি ‘সুলতান’-এর শুটিং চলছে পুরোদমে। এক মুহূর্তু সময় নেই হাতে, কারণ ছবিটি যে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে এমন পরিস্থিতিতে ছোট এবং খুবই আদরের বোন অর্পিতা ডেকেছেন প্রথমবার মাতৃত্ব উদযাপনের! এমন সময়ে কি বসে থাকতে পারেন বড় ভাই সালমান!

ফলে দেখা গেল সুলতানের শুটিং আপাতত বন্ধ করেই হাজির হলেন বোনের পার্টিতে। অতিথিদের বরণ করলেন, দায়িত্ব পালন করলেন বড় ভাইয়ের মত করেই। বোন অর্পিতা খানকে এদিন শুভ কামনা জানাতে পার্টিতে হাজির ছিলেন বলিউডের তারকা থেকে একেবারে রাজনৈতিক মহলের লোকজনও। আর উপস্থিত অতিথিদের নেচে গেয়ে মনোরঞ্জন করলেন ভাই সালমান!

প্রসঙ্গত, সালমান খান অভিনীত সুলতান ছবিটি হরিয়ানার একজন কুস্তিগীরের জীবনী নিয়ে নির্মিতব্য ছবি। যেখানে তার বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে আনুশকা শর্মাকে।



মন্তব্য চালু নেই