পিকে’র নতুন পোস্টারে আনুষ্কা
আসছে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে আমির-আনুষ্কা জুটি অভিনীত ‘পিকে’ ছবিটি। এ উপলক্ষে তৃতীয় দফায় পোস্টার প্রকাশ করতে যাচ্ছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রাজকুমার হিরানী ফিল্মস কর্তৃপক্ষ। যেখানে প্রথম পোস্টারের ন্যায় ট্রানজিস্টার হাতে হাজির হবেন আনুষ্কা শর্মা।
সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় আনুষ্কা বলেন, ‘আমির খানের পর, এবার আমার পালা। আসছি বিতর্কিত সেই ট্রানজিস্টার নিয়ে।’
১৬ অক্টোবর থেকে মুঠোফোনে হোয়াটস অ্যাপের মাধ্যমে ‘পিকে’ ছবির নতুন পোস্টারটি প্রকাশ করা হবে।
এদিকে প্রথম দফায় প্রকাশিত পোস্টারে আমিরের নগ্ন রূপ দেখে অনেকেই সমালোচনা করেছিলেন। তার উত্তর দিতেই এবার একই ট্রানজিস্টার হাতে আসছেন আনুষ্কা।
মন্তব্য চালু নেই