‘ফিতুর’কে পেছনে ফেলে দিয়েছে ‘সানাম রে’!

‘সানাম রে’তে নেই কোনো নামীদামী তারকা। অন্যদিকে, ‘ফিতুর’ –এ আছেন ক্যাটরিনা কাইফ, টাবু ও আদিত্য রায় কাপুরের মতো তারকা। তাও ‘ফিতুর’কে পেছনে ফেলে দিয়েছে ‘সানাম রে’।

ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে নির্মিত ‘ফিতুর’ নিয়ে দর্শক মহলে আগ্রহ ছিলো অনেক দিন ধরেই। তবে মুক্তি পাওয়ার পর প্রথম দিনে আয় করেছে মাত্র ৩ কোটি ৬১ লাখ রুপি। অন্যদিকে ত্রিভূজ গল্পে নির্মাণ করা ‘সানাম রে’ আয় করেছে ৫ কোটি ৪ লক্ষ রুপি।

ভালোবাসা দিবসকে সামনে রেখে বলিউডে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি ক্যাটরিনা ও আদিত্যের ‘ফিতুর’ অন্যটি ইয়ামি ও পুলকিত অভিনীত সিনেমা ‘সানাম রে’।

‘সানাম রে’ নির্মিত হয়েছে ১৫ কোটি রুপিতে আর ‘ফিতুর’র’ বাজেট ছিলো প্রায় ৭০ কোটি রুপি।



মন্তব্য চালু নেই