‘ভালোবাসা না পাওয়া এক মানুষের গল্প’
হ্যা আমি, আমি তোমাকেই বলছি, তুই এমন কেনো । তোমার কি কাউকে ভালবাসতে ইচ্ছে হয় না । তোমার কি কোন ভালবাসার মানুষ নাই । আজ এই দিনটাতেও তুমি এমন কেনো । তুমি কি কখনো ভাল হবা না । তোমার কি কাউকে ভালবাসতে ইচ্ছে হয় না ? তখন আমি ভাবলাম আসলে আমি এমন কেনো, আজ বিশ্ব ভালবাসা দিবস কিন্তু আমার মনে নেই যে আজ এমন একটা দিন ।যে দিনে একটা ছেলে একটা মেয়েকে বলবে আমি তোমাকে ভালবাসি বা একটা মেয়ে একটা ছেলেকে বলবে যে আমি তোমাকে ভালবাসি । ঠিক তো আমি এমন কেনো । ভাবতেই পারলাম না সময় কোথা দিয়ে চলে গেলো । আমার কপালটা এতো ভাল যে আমি কখনো কল্পনা করতে পারলাম না কারন আজ কেউ বললো না যে প্রদিপ আমি তোমাকে ভালবাসি । কেউ আমাকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে বললো না যে প্রদিপ আমি তোমাকে ছাড়া বাঁচবো না । প্রদিপ তোমার ভালবাসা না পেলে আমি পাগল হয়ে যাবো । তাহলে আপনার বলুন আমার থেকে কেউ সুখী আছে । ভালবাসা দিবস টা আমার কাছে বিষের মতো হয় । তার থেকে আমি ভাল আছি কারন আমার কেউ নেই । কাউকে নিয়ে আজ হাত ধরে ঘুরতে হবে না । কাউকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে না । কাউকে নিয়ে রিক্সায় চরে গুরতে হবে না । কেউ বলবে না চলো প্রদিপ আজ আমরা দু জনে মিলে ফুসকা খাই । কে বলবে কারন আর তো কেউ নেই বলার মতো । আমার ভাল হলে কারন একা জিবনে থাকা অনেক ভাল । যাক বাদ দেই ওসব কথা চলে যাই এবার প্রতিদিনে মতো সকালে ঘুম থেকে উঠে সেই অফিসে আর আমার বাঁচ্চাদের সাথে সময় পার করা । আজ আমি আমার বাচ্চাদের সাথে ভালোবাসার দিন টা অনেক ভাল ভাবে পার করলাম । আমার অনেক ভাল লাকছে । আমি অনেক হ্যাপি । আমি ভাল আছি আমার অফিস ও বাচ্চাদের নিয়ে এবং এদের নিয়ে ভাল থাকতে চাই । ধন্যবাদ সবাইকে…..
মন্তব্য চালু নেই