সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল দুই কলেজ ছাত্র!
সরস্বতী পুজার দিন প্রাণ হারাল দুই কলেজ ছাত্র৷ সেলফি তোলার পাগলামি প্রাণ কেড়ে নিল দুই যুবকের৷ রবিবার নাসিকের ওয়ালদেবী ড্যাম থেকে দুই বন্ধুর মৃত দেহ উদ্ধার করে পুলিশ৷শনিবার নাসিকের ঘটির কাছে একটি বাঁধে পিকনিক করতে গিয়েছিল দশজন কলেজ ছাত্র৷
সেই সময়ই সৌরভ জগন্নাথ চুলভর বাঁধের কাছে একটি পাথরের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিল৷ হঠাৎই পা পিছলে যায় ১৮ বছরের সৌরভের৷ তখনই পানিতে তলিয়ে যায় সে৷ সৌরভকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার বন্ধু অজিঙ্ক ভাউসাহেব গাইকর৷ তীব্র গতির পানিতে ডুবে যায় অজিঙ্কও৷ পরে স্থানীয় কয়েকজন জেলে এসে জাল ফেলে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেন৷ ওয়াদিভহারা থানার পুলিশ মনোহর পাতিল জানান, দুই যুবকের মৃতদেহ নাসিক সিভিল হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে৷
মন্তব্য চালু নেই