সরাসরি টিভির পর্দায় বিগবসের ‘গোপন ঘর’!

চ্যানেলে লাইভ নিউজ চলছে। আর সেখানেই রিয়েলিটি শো ‘বিগ বস’-এর হাউজটিকে তুলে ধরা হচ্ছিল। ঘটনাস্থলে ছিলেন ওই চ্যানেলেরই এক প্রতিনিধি। যিনি পুরো ঘরের খুঁটিনাটি দর্শকদের সামনে তুলে ধরছিলেন। সে সময়ই ঘটে যায় কাণ্ডটা। বাথরুম থেকে বেরিয়ে শোয়ের জন্য তৈরি হচ্ছিলেন মেলিসা সালদিভার নামে এক নারী।

আর যেই না টাওয়েল খুলেছেন ঠিক সে সময়ই সেখানে পৌঁছে যান ওই চ্যানেলটির প্রতিনিধি। কিন্তু, বিষয়টি তাঁর নজরে পড়তে না পড়তেই তা এয়ার হয়ে যায়। সরাসরি ওই নারীর নগ্ন দেহ ফুটে ওঠে টিভির পর্দায়। কয়েক সেকেন্ডের এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান চ্যানেলের উপস্থাপিকা থেকে ওই নারীও। একদিকে যখন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিলেন মেলিসা সালদিভার, তখনই ঘটনাস্থল থেকে ক্যামেরা ঘুরিয়ে নেন প্রোগ্রাম প্রোডিউসার।

তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অন এয়ারেই উপস্থাপিকার চোখে মুখে ধরা পড়ে কিংকর্তব্যবিমূঢ় ছবি।



মন্তব্য চালু নেই