ইউপি নির্বাচন: অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে বিএনপির চিঠি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে যান রুহুল কবির রিজভী। তবে সিইসিকে না পেয়ে ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে চিঠি দেন বিএনপির যুগ্ম মহাসচিব।
ইসি সচিবালয় থেকে বের হয়ে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি, কিছুদিন আগে পৌরসভা নির্বাচন কেমন হয়েছে। তাই আমাদের মনে আশঙ্কা রয়েই যাবে যে, ইউপি নির্বাচনও ঠিক পৌরসভা নির্বাচনের মতো একতরফা হবে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেব। সে কথাই নির্বাচন কমিশনারকে জানাতে এসেছি।’
তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজ মনে করে, দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিক সংস্কৃতিতে বিরূপ প্রভাব পড়বে। কারণ, ইউনিয়নে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না।’
তফসিল হওয়ার পর এ বিষয়ে ইসিকে জানানো হলো কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এর আগে পৌরসভা নির্বাচনে বিষয়টি জানিয়েছি। এমনকি নির্বাচনের দিন আমাদের প্রতিনিধিদল ইসিতে অবস্থান করে অভিযোগ করেছে। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি।’
মন্তব্য চালু নেই