আত্রাইয়ে কালের স্বাক্ষী হয়ে দাাঁড়িয়ে আছে কালিবাড়ির বটগাছটি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালিবাড়ি শত বছরের এ বটগাছটি। এলাকাবাসী সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের রাস্তার পার্শ্বে কালি বাড়ির উপর জন্ম নেওয়া এই বটগাছটি প্রায় শত বছর পেরিয়ে গেছে। এই বটগাছের নিচে হিন্দুদের শ্মসান রয়েছে। এখানে অত্র এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজন মারা গেলে এ শ্মসানে দাহ করা হয়। প্রতি বছর এই বটগাছের পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া নদীতে হিন্দু সস্প্রদায়ের সর্ব বৃহত দূর্গা পুঁজার প্রতিমাকে বির্সজন দিয়ে থাকে এবং প্রতি বছর দুর্গা পুঁজার মেলাও বসে। তাদের মধ্যে কোন রোগ ব্যধী হলে এই বটগাছের নিচে মানত করে বলেও জানা যায়। বিপ্রবোয়ালিয়া গ্রামের প্রায় ৮০ বছর বয়সী দু’ ব্যক্তি আলহাজ্ব সৈয়দ আলী প্রাং ও মো. আজিজার দেওয়ান বলেন, আমরা জন্ম পর থেকেই কালি বাড়ির এ বটগাছটি দেখে আসছি । এই বটগাছের কত বয়স হবে তা আমরা সঠিক ভাবে বলতে পারবো না। বর্তমানে বটগাছের নিচে প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার হাট বসে থাকে যা বুড়িগঞ্জ হাট নামে পরিচিত। এ বটগাছটি যেন সেই আদিম সনাতন সভ্যতার ইতিহাস ও ঐতিহ্যর সারকথা আজও সবার সামনে তুলে ধরে আছে। দিন দিন বটগাছটি ছোট হয়ে আসছে তার কারণ হলো ইচ্ছা মতো বটগাছটির ডাল কেটে ফেলার জন্য। এলাকাবাসীর দাবী এই ঐহিত্যবাহি বটগাছটি রক্ষায় যেন প্রশাসনের সু-দৃষ্টি পড়ে এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।
মন্তব্য চালু নেই