নতুন ট্রেলারে ‘জয় গঙ্গাজল’: চমকে দিলেন প্রিয়াঙ্কা (ভিডিও)

প্রায় প্রতিদিনই সবাইকে অবাক করছেন নন্দিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তুখোড় অভিনয় আর অনবদ্য অ্যাকশন স্টান্টের মিশেলে এক দিকে যেমন তিনি ঝড় তুলেছেন হলিউডে, তেমনই মাতিয়েছেন বলিউড প্রেমীদেরও।

তবে, মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এই মুহূর্তে ইতিহাস। এরপর নজির গড়তে চলেছে প্রকাশ ঝা পরিচালত ‘জয় গঙ্গাজল’ ছবিতে প্রিয়াঙ্কার দুর্দান্ত পারফর্ম্যান্স। ছবির আরেকটি নতুন ট্রেলার মুক্তি পাওয়ার পরে সেটা খুব স্পষ্ট ভাবেই প্রকাশ পেল তাঁর ভক্তরা।

ছবির প্রথম ট্রেলার জানিয়েই দিয়েছিল, ঠিক কতটা ডাকসাইটে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। দ্বিতীয় ট্রেলার যে তার চেয়ে খুব একটা আলাদা কিছু তুলে ধরেছে- এমনটা নয়। তবে, আরও একটু গভীরে ছুঁয়ে গিয়েছে ছবির কাহিনি।
তার সঙ্গে বাড়তি পাওনা প্রিয়াঙ্কা চোপড়াকে প্রাণ ভরে দেখা।

দেখে নিন ‘জয় গঙ্গাজল’ ছবিটির নতুন ভিডিওটি।



মন্তব্য চালু নেই