আইন ভেঙে দুই লাখ রুপি খেসারত দিলেন শাহরুখ

আইন ভেঙে নিজের বিলাসবহুল বাংলো ‘মন্নত’ এর বাইরে র‌্যাম্প তৈরি করেছিলেন, যার খেসারত হিসেবে ১ দশমিক ৯৩ রুপি গচ্চা দিলেন শাহরুখ খান।

এই তথ্য উঠে এসেছে ভারতের ‘রাইট টু ইনফরমেশন’ এর এক অনুসন্ধানের ফলে।

দ্যা হিন্দু জানিয়েছে, শাহরুখ তার বাংলো ‘মন্নত’ এর বাইরে একটি র‌্যাম্প নির্মাণ করিয়েছিলেন। এ নিয়ে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। এক সময় র‌্যাম্পটিকে ভেঙে দেয় পুরসভা। সেটা ২০১৫ সালের মার্চের ঘটনা। ওই ভাঙার কাজের পূর্ণ ব্যয়ভার শাহরুখকেই বহন করতে হয়, যেখানে বলিউড বাদশাহের ১ দশমিক ৯৩ লাখ রুপি জলে যায়।

এতদিন ধামাচাপা থাকার পরে এই সংবাদ জনসমক্ষে এল যার চেষ্টায়, তিনি ‘তথ্যের অধিকার’ আন্দোলনের কর্মী অনিল গলগলি। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকেই তিনি উদ্ধার করেছেন এই তথ্য। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, বেআইনি নির্মাণ ভাঙার খরচ নির্মাতাকেই ব্যয় করতে হয়। সুপারস্টারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি।



মন্তব্য চালু নেই