ছাগলের ৭ বছরের জেল!
নিশ্চয় শিরোনাম শুনেই চক্ষু চড়ক গাছ? সত্যি পুলিশ এবার এমনই এক অদ্ভূত কীর্তি করে বসলেন। জেলাশাসকের বাগানে ঢোকায় এক নিরীহ ছাগলকে ৭ বছরের জেল দিলেন ভারতের ছত্তিশগড় প্রশাসন।
এ বিষয়ে ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা নাকি এর আগেও বহুবার সতর্ক করেছিল ধৃত ছাগল ও তার মালিককে। তবে, তারপরেও ছত্তিশগড়ের করেয়ার জেলাশাসকের বাগানে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছিল ছাগলটি। এমনকি পেটের তাগিদে বাগানের লতা পাতাও খেতে নাকি ভুল করেনি। কিন্তু তার অপরাধ, সে জানত না সেটি জেলাশাসক হেমন্ত রাত্রের বাগান।
এই অপরাধে ছাগলটি ও তার মালিককে গ্রেপ্তার করে ছত্তিশগড় পুলিশ। তাদের বিরুদ্ধে আনা হয় ভারতীয় দণ্ডবিধির কঠোর ধারা, যার শাস্তি হতে পারে ২ থেকে ৭ বছর পর্যন্ত হাজতবাস। আদালতে পেশ করার পর জামিনে আপাতত মুক্ত ছাগল ও তার মালিক। স্বাভাবিকভাবেই এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে প্রশাসনের।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রসঙ্গ এড়িয়ে যান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও। সূত্র-এই সময়
মন্তব্য চালু নেই