ড্যাকোটা জনসনের প্রতি পুরুষদের অনীহা
ইদানীং নাকি বড় একা লাগে মার্কিন অভিনেত্রী ড্যাকোটা জনসনের। তবে সবসময় তাঁর জীবন এমন ছিল না। জানালেন, এমন হয়েছে ‘ফিফটি শেডস অফ গ্রে’ ছবিটি করার পর থেকে। কোনও পুরুষ নাকি এখন তাঁকে নিয়ে বেরোতে চান না, সময় কাটাতে চান না, এমনটিই জানিয়েছেন ড্যাকোটা জনসন।
ড্যাকোটা আরও জানিয়েছেন, ছবির সেই যৌন দৃশ্যগুলির পর অনেক পুরুষ মনে করে ড্যাকোটা বুঝি যৌনতায় আসক্ত। কিন্তু তেমন ব্যাপার নয়। তিনি একজন অভিনেত্রী। এমন দৃশ্যে অভিনয় তাঁকে করতে হতেই পারে। মানুষ মনে করে রিয়েল লাইফেও অভিনেতা অভিনেত্রীরা বোধহয় এমনই হন।
তিনি জানিয়েছেন, তাঁর জীবন নাটকীয়ভাবে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আপাতত ড্যাকোটা ক্যারিয়ারে দিকে নজর দিতে চান। কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি যে তিনি অনেকটা সময় একাকীত্বে ভোগেন। তখন ড্যাকোটা গল্পের বই পড়েন, সিনেমা দেখেন।
মন্তব্য চালু নেই