মুহূর্তেই সমুদ্রের ভয়াবহতা! (ভিডিও)
কথায় আছে, সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। সমুদ্রের স্রোত কত ভয়াবহ হতে পারে, তা শুধু যারা আপনজনকে হারায় তারা জানেন। এক মুহূর্তেই চোখের সামনে হাজার স্বপ্নের শেষ হয়ে যায়।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, কিভাবে সমুদ্র তার ভয়াবহতা বজায় রেখে দুইজন মানুষকে টেনে নিয়ে যায়। অনেক দূরে থাকা পানির স্রোত কিভাবে কাছে এসে তাদের পানির মাঝে নিয়ে যায়।
প্রথমে যখন পানির স্রোত আসে তখন স্ত্রীকে পানি টেনে নিয়ে যায়। তারপর স্ত্রীকে বাঁচানোর জন্য যখন স্বামী সামনের দিকে এগিয়ে যান তখন সেই পানির স্রোত তাকেও ছাড়ে নি। তাকেও সাথে নিয়ে যায় ঐ স্রোত।
পরবর্তীতে তারা বেঁচে ফিরেছেন কিনা এবং সেই তৃতীয় ব্যক্তি কোথায় রয়েছেন, তা জানতে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে।
মন্তব্য চালু নেই