হা. হা.. হা…, ক্যামেরাটা পেছনে ছিল?
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন উসমান খাজা। ঘরোয়া লীগে তার ব্যাট প্রতিপক্ষের জন্য খাপখোলা তলোয়ার। কিন্তু তার একটি হাস্যকর কা-ে ক্রিকেট বিশ্ব সরগম। গত সপ্তাহেই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামার আগে জাতীয় সঙ্গীত গাইছিলেন অসি ক্রিকেটাররা।
সেই জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলাতে মেলাতেই উসমান খাজাকে আরেক অসি ক্রিকেটার অ্যাডাম জাম্পারের নিতম্বে যেভাবে হাত বোলাতে দেখা গেলো তার খবুই দৃষ্টিকটু।
আর এই ভিডিও প্রকাশ হতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে! নিজের এ কা- নিয়ে অবশ্য মজাইা করলেন খাজা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘হা. হা.. হা…, ক্যামেরাটা পেছনে ছিল? আমি বুঝতেই পারিনি’।
মন্তব্য চালু নেই