ইইউ প্রতিনিধি দলের সঙ্গে খালেদার বৈঠক বিকালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চলমান রাজনীতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফর করছেন।



মন্তব্য চালু নেই