‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ মো. জাকের হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর অবস্থায় তাকে গ্রেপ্তার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত দুইটার দিকে তাকে হিমছড়ি দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। ইয়াবা ব্যবসায়ী জাকের টেকনাফ হাতিয়াপাড়ার হাজী হামিদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
এদিকে এ ঘটনায় একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা কার্তুজ এক রাউন্ড কার্তুজের খোসা এবং এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
কক্সবাজার ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছে, শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. জাকের হোসেনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন। পুলিশও জীবন রক্ষার্থে ফাঁকা গুলি করে। এতে জাকের গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন।



মন্তব্য চালু নেই