যে কারণে রিয়াল মাদ্রিদ ছাড়াবেন না রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদেই থাকছেন। তবে এরপরে আর চুক্তি নবায়ন করার বিষয়ে কিছু বলেননি ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
২০০৮ সালে রেকর্ড ট্রান্সফার মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যান রোনালদো। এরপরে প্রায় প্রতি মৌসুমেই দলবদলের বাজারে শোনা যায় রোনালদো ম্যানইউতে ফিরছেন, সাম্প্রতিক সময়ে পিএসজির বিষয়েও আলোচনা শোনা যাচ্ছে। তবে লা লিগায় সবচেয়ে বেশি গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি নিতে এসে রোনালদো বলেন, আমি রিয়ালে আরো দুই বছর থাকতে চাই। এই দুই বছরে আমার চুক্তির শেষপ্রান্তে নিয়ে যাবে। এবং ভবিষ্যতে কী হবে সেটা আমরা সবাই দেখবো।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপা জিততে না পারলেও রোনালদো লা লিগায় সর্বোচ্চ ৪৮ গোল করেছিলেন। স্প্যানিশ লিগকে বিশ্বসেরা উল্লেখ করে তিনি বলেন, এটা বিশ্বের সেরা লিগ যদিও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। সেরা সব খেলোয়াড়দের নিয়ে এটা অসাধারণ ও প্রতিযোগিতামূলক লিগ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে এখানে আমি কিছু একটা করতে পেরেছি।বিবিসি
মন্তব্য চালু নেই