১৭ বছর পর অক্ষয়-আলিয়া
রণবীর-ঐশ্বরিয়া, শাহরুখ-মাহিরা, অর্জুন-কারিনা, সালমান-আনুশকাসহ এ বছর বলিউডে বেশ কিছু নতুন জুটি দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, সেই তালিকায় যোগ হচ্ছেন অক্ষয় কুমার এবং আলিয়া ভাট জুটি।
বাদলাপুর সিনেমার পরিচালক শ্রীরাম রাঘবান একটি থ্রিলার সিনেমা নির্মাণ করছেন। সেই সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে অক্ষয়-আলিয়াকে। সিনেমাটির কাহিনি নেওয়া হয়েছে ভারতীয় লেখক এবং চিত্রনাট্যকার সেজা জোসের জনপ্রিয় ‘গন উইথ দ্য বুলেট’ এর গল্প থেকে।
এক সাক্ষাৎকারে সেজা জোসে বলেন, ‘চিত্রনাট্যটি শেষ করতে আমার দুই বছর লেগেছে। সিনেমার গল্পে দেখা যাবে, একটি ১৮ বছরের মেয়ে ৪০ বছর বয়সি এক খুনির প্রেমে পড়ে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি শ্রীরাম ৪০ বয়সি খুনির চরিত্রে অক্ষয়কে এবং মেয়েটির চরিত্রে আলিয়া ভাটকে বেছে নিবেন।’
তবে অক্ষয় এবং আলিয়ার একই সিনেমায় অভিনয় প্রথম নয়। এর আগে ১৯৯৯ সালে সংঘর্ষ সিনেমায় দেখা গেছে তাদের। সিনেমাটিতে প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। সে সময় আলিয়ার বয়স ছিল ৬ বছর।
মন্তব্য চালু নেই