একজনকে কুপিয়ে হত্যা

বরিশালের গৌরনদী উপজেলায় খাদেম সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দন পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত খাদেম সরদার উপজেলার ওই এলাকার কালাই সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাদেম সরদারের সঙ্গে সোমবার সন্ধ্যার দিকে পাশের গ্রামের সেন্টু মৃধার বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় সেন্টু মৃধা ক্ষুব্ধ হয়ে ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে খাদেম সরদারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে।
এ দৃশ্য দেখে খাদেম সরদারের ছেলে আসলাম সরদার প্রতিরোধে এগিয়ে গেলে তাকেও এলোপাতারি কুপিয়ে জখম করা হয়। পরে খাদেম সরদারের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারিরা।
খবর পেয়ে পুলিশ খাদেম সরদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় ছেলে আসলাম সরদারকেও উদ্ধার করে শেবাচিম হাসপতালে ভর্তি করা হয়।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খাদেম সরদারের সঙ্গে সেন্টু মৃধার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জেরে তাকে কুপিয়ে হত্যা করেছে সেন্টু মৃধা। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
এ ছাড়া হত্যাকারিরা যেন এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য জেলার সব থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই