গুলিবিদ্ধ ২ জনের লাশ উদ্ধার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় গুলিবিদ্ধ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-যশোর কোতয়ালি থানার বড় রাজাপুর গ্রামের ভোদো দায়ের ছেলে মোহাম্মদ হাদি (৪০) ও একই গ্রামের ফুটো রফিউদ্দিনের ছেলে সোহাগ আলী (৩০)।
তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ঝিনাইদহ-যশোর সড়কের পঞ্চাশ গজ পাশে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত ওই দুই ব্যক্তির একজনের শরীরে ২টি ও অপরজনের শরীরে ১টি গুলির চিহ্ন রয়েছে।
তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই