চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন শুরু

‘মানসম্মত শিক্ষা,জাতির প্রতিজ্ঞা ’ শেলাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উদযাপন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ শেষে শ্রীমন্ত টাউন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শ্রীমন্ত টাউন হল প্রাঙ্গণে শিক্ষা সপ্তাহর উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন , জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার , জেলা তথ্য কমকর্তা আবু বকর সিদ্দীক ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান।

বক্তারা বলেন,প্রাথমিক শিক্ষাই শিক্ষার ভিত্তি । তাই, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক -শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে।



মন্তব্য চালু নেই