পোরশায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
“মান সম্মত শিক্ষা, জাতীর প্রতিজ্ঞা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২০১৬। বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলা শিক্ষা অফিসের উদ্দ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্তর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এ,কে,এম ওলিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলো ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, সহকারী শিক্ষা অফিসার, মোঃ রফিকুল ইসলাম, (ইউ,আর,সি) আহসান হাবিব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত সকল শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সযতেœ গড়ে তোলার আহ্বান জানান। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই