লামায় সরকারের উন্নয়নকাজে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্ত করতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে লামা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়। ২রা ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ঘটিকায় তথ্য অফিস কার্যালয়ে লামায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারী লাইনঝিরি মাদ্রাসায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন বিষয়ে মিডিয়াকর্মীদের অবহিত করে এ প্রেস ব্রিফিং করা হয়।।

প্রেস ব্রিফিংয়ে লামা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী বলেন, ইতিমধ্যে সরকার প্রায় সকল সেক্টরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সরকারের অর্জিত এই সাফল্য বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য লামা তথ্য অফিস উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, টিকা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারী ক্ষমতায়ন, আত্ম ও নতুন কর্মসংস্থান, জন্ম ও মৃত্যু নিবন্ধন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, বার্ডফ্লু প্রতিরোধ, এইড্স প্রতিরোধ, দুর্নীতি প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধ, মাদকের অপব্যবহার রোধ, নারী ও শিশু বৈষম্য রোধ, তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার, আসল নোট চেনার উপায়, ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রের মানোন্নয়ন, উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং জনগণকে উন্নয়নকাজে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্তকরতে ও প্রচার করার জন্য এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

লামা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রিয়দর্শি বড়ুয়া, মুহাম্মদ কামালুদ্দিন, মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী, এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন ও মোহাম্মদ শামছুদ্দোহা সহ লামার কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই