সাজাপ্রাপ্ত বিডিআর বিদ্রোহীর ছেলেকে স্কুল থেকে বাধ্যতামূলক টিসি

বিডিআর বিদ্রোহের মামলায় বাবা অভিযুক্ত হওয়ায় কুষ্টিয়া বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দশম শ্রেণীর ছাত্র আকাশ কুমারকে ‘বাধ্যতামূলক’ ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ‘বিজিবি হেড কোয়ার্টার থেকে সিদ্ধান্ত হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হলে তাদের সন্তানদেরকে বিজিবির বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে। সেই সিদ্ধান্তমতো আকাশকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে।’

আকাশের বাবা বাবু কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। তাকে ২০১১ সালে বিডিআর থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

বাবার দায়ে ছেলেকে বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করায় হতবাক তার পরিবার। এতে আকাশের শিক্ষাজীবন ‘ধ্বংসের মুখে পড়েছে’ বলেও অভিযোগ করছেন তার মা প্রার্থনা রাণী।

আকাশ কুমার প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার দুটিতেই পেয়েছিল জিপিএ-৫। কুষ্টিয়ায় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সে পড়ত বিজ্ঞান বিভাগে।



মন্তব্য চালু নেই