গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড
ইনিয়েস্তার কাছে রোনালদোর হার
রিয়াল মাদ্রিদের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে ২০১৪ সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতে নিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
প্রথম স্প্যানিয়ার্ড হিসেবেও গোল্ডেন ফুট জেতার নজির দেখালেন বার্সেলোনা ফুটবলার, যা কেবলমাত্র ২৮ বছর বয়সী ফুটবলারদেরই দেয়া হয়ে থাকে। গেল বছর এই পুরস্কারটি জিতেছিলেন গ্যালাতাসারের আইভরিয়ান ফুটবলার দিদিয়ের দ্রগবা।
এই বছর গোল্ডেন ফুট জয়ের দৌঁড়ে প্রতিযোগীতা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ওয়েন রুনি, ম্যানুয়েল ন্যুয়ের, আন্দ্রে পিরলো, আন্দ্রেস ইনিয়েস্তা, থিয়াগো সিলভা, ফ্রাঙ্ক রিবেরি, ইয়াইয়া তোরে, থিয়েরি অরি ও মার্তা।
সোমবার বিকেলে মোনাকোর রাজধানী মোনাকো সিটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর হাতে এই পুরস্কার অর্থাৎ, সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, অনলাইন পুলের মাধ্যমে গোল্ডেন ফুটের বিজয়ী নির্বাচন করা হয়, যা একজন ফুটবলার তার গোটা ক্যারিয়ারে কেবলমাত্র একবারই জিততে পারেন। ২০০৩ সাল থেকে নিয়মিত ভাবে এই পুরস্কারটি দিয়ে আসা হচ্ছে।
আগের বিজয়ীরা:
১. রবার্তো ব্যাজিও (ইতালি) -২০০৩
২. পাভেল নেদভেদ (চেক রিপাবলিক) -২০০৪
৩. আন্দ্রে শেভচেঙ্কো (ইউক্রেন) -২০০৫
৪. রোনাল্ডো (ব্রাজিল) -২০০৬
৫. আলেসান্দ্রো দেল পিয়েরো (ইতালি) – ২০০৭
৬. রবার্তো কার্লোস (ব্রাজিল) -২০০৮
৭. রোনালদিনহো (ব্রাজিল) -২০০৯
৮. ফ্রান্সিসকো টট্টি (ইতালি) -২০১০
৯. রায়ান গিগস (ওয়েলশ) -২০১১
১০. জাতান ইব্রাহিমোভিচ (সুইডেন) -২০১২
১১. দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট) -২০১৩
১২. আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন) -২০১৪
মন্তব্য চালু নেই