যে কারনে, টাইটানিক মুভিতে ভাঙ্গা দরজায় জায়গা হয়নি জ্যাকের

রেকর্ড সংখ্যক অস্কার জয়ী সিনেমা ‘টাইটানিকের’ ট্র্যাজিক সমাপ্তি সিনেমাপ্রেমীদের ভোলার কথা নয়।

সিনেমাটির নায়িকা ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট অবশেষে স্বীকার করেছেন, যে ভাঙ্গা দরজার উপরে আশ্রয় নিয়ে তিনি বেঁচে গিয়েছিলেন সেখানে নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও অনায়াসে আশ্রয় নিতে পারতেন এবং বাঁচতে পারতেন।

সিনেমাটির শেষ দৃশ্যে নায়িকা রোজ ভাঙ্গা দরজা ধরে ভাসতে থাকা জ্যাকের হাতটি ছেড়ে দিলে সে ধীরে ধীরে আটলান্টিকের বরফ শীতল পানিতে তলিয়ে যায়।

অবশেষে, সিনেমাটির নায়িকা কেট স্বীকার করেছেন এভাবে শেষ না হলেও কোনো সমস্যা ছিল না।

আমেরিকান টিভি উপস্থাপক জিমি কিমেলের কাছে দেয়া এ সপ্তাহের একটি সাক্ষাৎকারে ব্রিটিশ অভিনেত্রী বলেন, দরজাটিতে দুইজন মানুষ ভেসে থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল।

সোমবার রাতের অনুষ্ঠানে জিমি কিমেল ক্যাটকে উপহাস করে বলেন, ‘ভাঙ্গা দরজাটিতে প্রচুর জায়গা থাকা স্বত্ত্বেও আপনি তাকে বরফে জমে মরতে দিয়েছিলেন’।

জবাবে কেট বলেন, ‘আমি জানি, আমি স্বীকার করছি। আমার মনে হয় জ্যাক দরজাটিতে ভালোভাবেই থাকতে পারতো’।

ভাঙ্গা দরজায় আশ্রয় নিয়ে রোজের বেঁচে যাওয়া ও জ্যাকের করুণ মৃত্যুর মর্মস্পর্শী দৃশ্য ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচকদের আলোচনার খোরাক যোগায়।



মন্তব্য চালু নেই