ডাকসু’র সাবেক ভিপি মান্নার মুক্তি দাবি

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ‘গুরুতর অসুস্থ’ উল্লেখ করে অবিলম্বে তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মিথ্যা ও বানোয়াট অজুহাতে মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে এ সরকার মূলত একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে তাকে কারাগারে যেতে হয়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে পরিণাম শুভ হয় না। ইতিহাস তাই সাক্ষ্য দেয়।

বিবৃতিদাতারা হলেন- আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, সালাউদ্দিন তরুন ও আসাদুজ্জামান আসাদ।

ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই