শতকোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
মোবাইল মেসেজিং অ্যাপলিকেশন হোয়াটসঅ্যাপ গ্রাহকসংখ্যা এখন ১০০ কোটি। নিজেদের ব্লগে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ব্লগে তারা জানায়, ‘আজ শতকোটি গ্রাহক হোয়াটস অ্যাপ ব্যবহার করা শুরু করল। অর্থাৎ পৃথিবীর সাত ভাগের এক ভাগ মানুষ এখন এটি ব্যবহার করছে।’ খবর এনডিটিভির।
গত পাঁচ মাসেই এর গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় দশ কোটি। ২০১৪ সালের ফেব্রুয়ারিতেই হোয়াটসঅ্যাপ কিনে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এর এক বছরের মাথাতেই শতকোটির মাইলফলক পেরোল প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জ্যান কুম ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, প্রতিদিন ১০৬ কোটি ছবি এবং ২৫ কোটি ভিডিও এই অ্যাপে শেয়ার করা হয়। পাঠানো হয় ৪২০ কোটি বার্তা।
মন্তব্য চালু নেই