ডিভোর্সের গুজবে আরবাজের অভিনব প্রতিবাদ
সম্প্রতি বলিউড অভিনেতা আরবাজ-মালাইকার দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙনের গুজব উঠেছে বলিউড পাড়ায়। বেশকিছু দিন ধরেই এই গুঞ্জন চলছে। অবশেষে এই গুজবের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন আরবাজ খান।
৪৮ বছর বয়সী এই অভিনেতা রাজেশ খান্নার অভিনীত ‘অমর প্রেম’ ছবির জনপ্রিয় গান ‘কুচ তো লোক কাহেঙ্গে’ ডাবসম্যাশ ভিডিও করে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেন।
ইনস্টাগ্রামে আরবাজ লিখেন, কিছু লোকের উচিত কারো সম্পর্কে উল্টাপাল্টা না লিখে নিজের কাজে মনোযোগ দেয়া।
মালাইকা এবং আরবাজ খানের প্রথম দেখা হয় বিজ্ঞাপনের শুটিং এ। ১৯৯৯ সালে তারা বিয়ে করেন। আরহান(১৩) নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
মন্তব্য চালু নেই