ক্রিকইনফোর সেরা দশ ইনিংসে মাহমুদুল্লাহ
বাংলাদেশের ক্রিকেটে ‘আনসাং হিরো’ বলা হয়ে থাকে মাহমুদুল্লাহ রিয়াদকে। খুব বেশি একটা তারকা খ্যাতি না থাকলেও দলের জন্য তার কাজ তিনি নিয়মিত করে যান। মাঝে মধ্যে গড়ে ফেলেন রেকর্ড।
যেমন গেল বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে করেন সেঞ্চুরি। তাও আবার একটি নয়। পরপর দুই ম্যাচে দুইটি সেঞ্চুরি করেন তিনি।
তার সেঞ্চুরির ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা। পরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনি সেঞ্চুরি করেন।
ম্যাচ শেষে তিনি ১২৮ রানে অপরাজিত ছিলেন। ১২৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় তিনি ইনিংসটি সাজান। বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। কিন্তু মাহমুদুল্লাহর ইনিংসটি ব্যর্থ হয়ে যায়। গাপটিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।
মাহমুদুল্লাহর ওই ইনিংসটি ক্রিকইনফোর দৃষ্টিতে ২০১৫ সালের ওয়ানডের বর্ষসেরা ব্যাটিং ইনিংসে সপ্তম স্থানে মনোনীত হয়েছে।
মন্তব্য চালু নেই