ড্রোনের মাধ্যমে বিনামূ্ল্যে ৫জি ইন্টারনেট দেবে গুগল

আকাশে উড়ে ভূমিতে ৫ জি ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করবে গুগলের সৌর বিদ্যুৎ চালিত ড্রোন। গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল নিউ মেক্সিকোতে এই ড্রোনটি তৈরি করছে। গুগলের এই প্রকল্পের কোডনেম ‘স্কাইবেন্ডার’।

প্রজেক্ট স্কাইবেন্ডার ড্রোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই ড্রোনটি হবে সৌরবিদ্যুৎ চালিত। ড্রোনটি আকাশে উড়ে ভূমিতে মিল্লিমিটার-ওয়েভ রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে ভূমিতে ৫জি ওয়্যারলেস ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করবে।

গুগলের এই স্কাইবেন্ডার গুগলের এয়ারবেলুন ওয়াইফাই প্রজেক্টের একটি অংশ। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করা।

এই প্রকল্পের মাধ্যমে গুগল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামছে। ফেসবুক বিভিন্ন দেশে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করছে। এর আগে ফেসবুক ড্রোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় গুগলও ড্রোনের মাধ্যমে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ৫ জি ইন্টারনেট নেটওয়ার্ক সরবরাহ করবে।



মন্তব্য চালু নেই