সন্তানরাই শাহরুখের প্রিয় বন্ধু

অবসর পেলেই দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানার সঙ্গে সময় কাটান বলিউড বাদশাহ শাহরুখ খান। সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন তিনি। সন্তানরাই তার সবথেকে প্রিয় বন্ধু। শাহরুখ জানিয়েছেন, শৈশবে তিনিও খুব দুষ্টু ছিলেন। দ্বীপাবলীর সময় প্রতিবেশীদের লেটার বক্সে বাজি রেখে আসতেন। এসবের কারণে মাঝে মাঝে বকাও খেতে হত তাকে।

শাহরুখ বলেন, আমি বলতে পারি না যে, আমি আমার সন্তানদের বিষয়ে সমস্ত কিছু বুঝতে পারি। কিন্তু এটা বুঝি যে, ১০-১২ ঘন্টা কাজের পর আমার মনে হয় কখন বাড়ি গিয়ে ওদের সঙ্গে সময় কাটাব। তিনি আরও বলেন, আমি জানি যে, আমিই ওদের সবথেকে প্রিয় বন্ধু। আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারে তারা। আমিও তাদের সঙ্গে বন্ধুর মতোই মিশি।



মন্তব্য চালু নেই