পরপুরুষের সঙ্গে যৌনলীলায় স্ত্রী, দেখে ফেললেন স্বামী: অতঃপর… (ভিডিও)

আঁচ করেছিলেন আগেই। ধরে ফেললেন হাতেনাতে। দরজা খুলতেই দেখলেন সোফায় পরপুরুষের সঙ্গে নগ্ন স্ত্রী যৌনলীলায় ব্যস্ত। কিন্তু এর পরে যা হল, তা স্রেফ গল্পেই সম্ভব।

বুঝতে পেরেছিলেন, স্ত্রী পরপুরুষে আসক্ত। তক্কে তক্কে ছিলেন। এবারে ধরেও ফেললেন। সুযোগ বুঝে একদিন চুপচাপ ঘরে ঢুকলেন চাবি ঘুরিয়ে। আলো জ্বালতেই চোখের সামনে ভেসে উঠল স্ত্রীর যৌনলীলা। সম্পূর্ণ নগ্ন অবস্থায় সোফায় দু’জন।

স্ত্রী হকচকিয়ে যাবেন, সেটা স্বাভাবিক। তাঁর বন্ধুও মুখ লুকনোর চেষ্টা করেছেন। কিন্তু ঠান্ডা মাথায় স্বামী বললেন, ‘‘আমি ডিভোর্স চাই। তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি আমার মেয়েকে ভালবাসি। আর সেটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’’

এই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। স্বামীর এই প্রতিক্রিয়া দেখে সকলে একবাক্যে মেনে নিচ্ছেন, তাঁর মানসিকতা তারিফযোগ্য। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই