পাকিস্তানে পর্ন সিডি-ডিভিডির বিক্রির ধুম

সোমবার পাকিস্তান সুপ্রিম কোর্ট ইন্টারনেটে পর্ন সাইট বন্ধে দেশটির সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলার একদিন পরই ইন্টারনেটে পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। এসিদ্ধান্তের ফলে দেশটিতে চলমান ৪ লাখ পর্ন সাইট ব্লক করা শুরু হয়েছে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)- এরপর ৪ লাখ ২৯ হাজার ৩৪৩টি ডমেনের একটি তালিকা তৈরি করে তা ব্লক করে দেওয়ার পদক্ষেপ নেয়ার একদিন পর গতকাল মঙ্গলবার থেকে দেখা যায় পর্ন সিডি-ডিভিডি বিক্রির ধুম পড়েছে।

এরআগে ২০১১ সালেও পাকিস্তানে এমন কাজ হয়েছিল। যাতে এক হাজারটি পর্ন সাইট ব্লক করা হয়। এতে সমস্যায় পড়ছেন সিডি-ডিভিডি বিক্রেতারা। করাচিতে ব্যবসা করা এক ব্যবসায়ী বলছেন, পাকিস্তানের আম মানুষ হলিউড-বলিউড নয় পর্ন ছবিই দেখতে চান। প্রসঙ্গত, ২০১২ সালে পর্ন সাইট দেখার বিষয়ে বিশ্বের শীর্ষে ছিল পাকিস্তান।



মন্তব্য চালু নেই