বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বাঁশ কাটার শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পাথারিয়া ধলছড়ি বাঁশ মহালে এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন (৪৫) জামকান্দি গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী বাংলামেইলকে জানান, গিয়াস উদ্দিনসহ আরো অনেকে পাথারিয়া পাহাড়ে বাঁশ কেটে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল বন্যহাতি আক্রমণ চালায়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গিয়াস উদ্দিন হাতির কবলে আটকা পড়েন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই