ব্যবসায়ীরা ‘নতুন আতঙ্কে’

ভ্যাট আদায়ে র‌্যাবের হস্তক্ষেপে ব্যবসায়ীরা নতুন আতঙ্কে ভুগছেন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত এক কর্মপরিকল্পনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাতলুব আহমাদ বলেন, ‘র‌্যাবের মাধ্যমে ভ্যাট আদায়ের উদ্যোগ অযৌক্তিক। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত। এটা আমাদের মনঃপূত হয়নি। আমাদের হয়রানি করলে ব্যবসা করতে পারব না। আর ব্যবসা না করতে পারলে আমরা ভ্যাট দিব কোথা থেকে।’



মন্তব্য চালু নেই