ভোলায় ইউ.পি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারনা
ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা এখনো হয়নি। তারপরও ভোলার বিভিন্ন ইউনিয়নে এরই মধ্যে চলছে নির্বাচনী প্রচারণা। সম্ভাব্য প্রার্থীরা শুরু করে দিয়েছেন জন-সংযোগ। তারা জনগনের কাছে যাচ্ছেন নিয়মিত। বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
সর্বশেষ দলীয় প্রতিকে নির্বাচন হওয়ার ঘোষনা আসলেও থেমে নেই প্রার্থীরা। তারা ছাড় দিতে রাজি নন। জেলার ৭টি উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও ওর্য়াডে রয়েছে একই দলের একাধিক প্রার্থী। তবে ক্ষমতাসীন আওয়ামীলীগে এর সংখ্যা বেশী। তারা কেউ কাওকে ছাড় দিতে রাজি নন। তারা বলছেন দলীয় সর্মথন না পেলে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
একাধিক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জানান, যেহেতু নির্বাচন কাছে চলে এসেছে তাই জনগনের কাছে যাচ্ছি, জনগনও ভাল সাড়া দিচ্ছে। পিছিয়ে নেই সংরক্ষিত মহিলাপ্রার্থীরাও।
বিভিন্ন এলাকার কয়েকজন ভোটারের সাথে এ বিষয়ে কথা বললে, তারা বলেন বিভিন্ন প্রার্থীরা আমাদের কাছে আসছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা শুনছি তবে এবার দলিয় বিবেচনায় নয় দেখে শুনে সৎ ও যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করব।
সব মিলিয়ে ভোলার প্রতিটি ইউনিয়নে এখন থেকেই নির্বাচনী আমেজ তৈরী হয়ছে।
মন্তব্য চালু নেই