রোকেয়া পদক পাওয়ায় ভোলায় সংবর্ধনা

ভোলার কৃতি সন্তান, সাবেক এম.বি.ই ও এম.এল.এ মরহুম খান বাহাদুর নুরুজ্জামান এর জেষ্ঠ্য কন্যা ভোলাবাসীর গর্ব বীর মুক্তিযোদ্ধা, অনারারি ক্যাপ্টেন, কবি রত্ন মরহুমা ড. তায়্যেবুন নাহার মরনোত্তর রাষ্ট্রীয় “রোকেয়া পদক” পাওয়ায় ভোলা বাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার ভোলা ডায়বেটিক হাসপাতাল ও ভোলা ডায়াবেটিক সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।
ভোলা ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তায়্যেবুন নাহারের বড় ছেলে ও রশিদ মেমোরিয়ালের চেয়ারম্যান আলী আজগর খুরশীদ বাচ্চু, মানিক মিয়া ফাউন্ডেশনে চেয়ারম্যান কর্ণেল (অব.) সামছুদ্দিন আহমেদ, ড. তায়্যেবুন নাহারের ছেলে ও রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সচিব আলী বখতিয়ার মাহমুদ মেহেদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা ডায়াবেটিক সমিতির সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য আলহাজ্ব শওকাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, কোষাধক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, নির্বাহী সদস্য এম ফারুকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর নাছির আহমেদ, প্রফেসর মোঃ শাজাহান, ভোলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর সৈয়দ আশরাফ হোসেন লাবু, অধ্যক্ষ খালেদা খানম, এ্যডভোকেট মাকসুদুর রহমান, ভোলা বিজেপি’র সম্পাদক আপনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার মশিউর রহমান পিংকু।



মন্তব্য চালু নেই