মুক্তিযুদ্ধের বই পড়তে শিক্ষকদের পরামর্শ পর্যটনমন্ত্রী
শিক্ষকদের মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ার পরামর্শ দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে আমাদের জাতিসত্ত্বার বিকাশ, সাংস্কৃতিক জাগরণ ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের বেশি করে মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়াতে হবে।’
বুধবার রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষা একজন মানুষের চেতনাকে শাণিত করে, বিবেককে জাগ্রত করে। শিক্ষা মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার দোয়ার খুলে দেয়। তাই একটি অসাম্প্রদায়ক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘পরিপূর্ণ শিক্ষা অর্জনের জন্য সুস্থ দেহ এবং প্রসন্ন মন অত্যাবশ্যক। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্য ও সতেজ মনের অধিকারী হওয়া যায়। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের পরিশ্রমী, অধ্যবসয়ী, শৃঙ্খলাবোধ, নীতি-নৈতিকতা ও প্রতিযোগিতা পরায়ন করে তোলে। যা পরবর্তীতে তাদের গড়ে উঠতে সহায়তা করে।’
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।
মন্তব্য চালু নেই