কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েরা দেহ ব্যবসায়! (ভিডিও)

রাজধানীর বিভিন্ন অভিজাত ফ্ল্যাট ও আবাসিক হোটেলে অবাধে চলছে দেহ ব্যবসা। এসব দেহ ব্যবসার সঙ্গে জড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের উঠতি বয়সী যুবতীরা।

গ্রাম থেকে লেখাপড়া করতে আসা সহজ-সরল মেয়েদের নানান প্রলোভন দেখিয়ে নামানো হচ্ছে এই পেশায়। আবার কেউ কেউ আনন্দ উপভোগ ও চাকচিক্যময় জীবনের জন্য স্ব-ইচ্ছায় এসেছেন এই নারকীয় পেশায়। তবে অনেকে আবার পরিবারের অভাব-অনটনের ঘোচানোর লক্ষ্যে বাধ্য হয়ে নেমেছেন এই অজানা গব্যন্তে।

এসব মেয়েরা এক সময় তাদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরতে চাইলেও পারেন না। কারণ এই পেশায় নামানোর পর তাদের নানান নগ্ন ছবি করে রাখা হয়। দালাল চক্র এই ছবি প্রকাশ করার হুমকি দিয়ে বছরের পর বছর তাদের দিয়ে চালায় দেহ ব্যবসা।

এসব সুন্দরী মেয়েদের সঙ্গ দিতে আসেন সমাজের বড় বড় ব্যবসায়ী ও সরকারী কর্মকর্তারা। এসব অভিজাত ফ্ল্যাট দেখলে কখনও মনে হয় না, এর মধ্যে প্রতিনিয়ত বসছে মধু চক্রের আসর।

ফ্ল্যাটের মালিকরা এসব বিষয় জেনেও নিশ্চুপ। কারণ তারাও অতিরিক্ত ভাড়া পাওয়ার আশায় এ কাজে সহযোগিতা করছেন। আর এর সঙ্গে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারাও জড়িত।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি প্রতিবেদন দেখে এ নিউজটি করা হয়েছে।

ভিডিও প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই