মদ পান করে মিলাদ মাহফিলে ছাত্রলীগের মারামারি

মদ পান করে মিলাদ মাহফিলে যোগ দিলো সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় অনুষ্ঠানে বসা নিয়ে দুই গ্রুপ সংঘর্ষেও জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েজকন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মদ্যপ অবস্থায় আলামীন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজ মিলনায়তনে সকাল থেকে বার্ষিক মিলাদ-মাহফিল চলছিল। এ সময় বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আলম মামুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান সাকিব গ্রুপ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে মিলাদ মাহফিল অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.শাজাহান বলেন, মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষের দিকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হলরুমে ঢুকে হট্টগোল করে। এদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল বলে জানান তিনি।

মধ্যপ অবস্থায় আটক ছাত্রলীগ কর্মী আলামীনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই