মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করলে সরকার বসে থাকবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করলে সরকার বসে থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কামাল বলেন, বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের সীমানা রেখা নির্ধারণে আলোচনা চলছে।খুব শিগগিরই এ বিষয়টি চূড়ান্ত হবে। সীমান্তে হত্যা কমে এসেছে। মরণাস্ত্র ব্যবহারের পরিবর্তে রাবার বুলেট ব্যবহার হচ্ছে।

নারায়ণগঞ্জে ৭ খুন ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি জটিলতায় নূর হোসেনকে আনতে বিলম্ব হচ্ছে। তবে আলোচনা চলছে। যতদ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।



মন্তব্য চালু নেই