ফুতুল্লায় ব্যাট হাতে নামবেন শাকিব

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার ব্যাট হাতে খেলতে নামছেন শাকিব খান। তবে এই শাকিব কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান নয়, তিনি ঢাকাই ছবির কিং খ্যাত নায়ক শাকিব খান।
শনিবার ফতুল্লার স্টেডিয়ামে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে। মূলত ক্রিকেট খেলার একটি দৃশ্য ধারণ করার জন্যই এই স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে। যেখানে ব্যাট হাতে মাঠে নামবেন শাকিব।
স্টেডিয়ামে শুটিং করার জন্যে এরইমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘স্টেডিয়ামে মূলত একটি ক্রিকেট ম্যাচে অংশ নেবেন শাকিব। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতিও নেয়া হয়েছে।’
এদিকে স্টেডিয়ামে শাকিব খান ছাড়া আরও থাকছেন জয়া আহসান ও অভিনেতা ইমন।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করার কথা ছিলো। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে অনুমতি না মেলায়, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই