প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেলেন কলারোয়ার নারী কৃষক আকলিমা

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার আকলিমা খাতুন।
বৃহষ্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরস্কার তুলেন দেন।
কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারী মুক্তি সংসদের নেত্রী ও একই ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত. সামছুদ্দীন সরদারের মেয়ে আকলিমা খাতুন জাতীয় এ পুরষ্কারে ভূষিত হন।

উল্লেখ্য, সারা বাংলাদেশে এ পুরস্কার পেয়েছেন ৬ জন নারী ২৬ জন পুরুষ। তবে সাতক্ষীরা জেলার কলারোয়ার আকলিমা খাতুন একাই এ পুরস্কার পেয়েছেন বলে জানা যায়।

ইতিহাস বিষয়ে মাস্টার্স-অনার্স ডিগ্রিধারী আকলিমা খাতুন গতানুগতিক চাকুরীর পথে পা না বাড়িয়ে তাঁর পিতার ৫বিঘা জমিতে হাল চাষ শুরু করেন। ২০০৭ সালে পিতার মৃত্যুর পরে ৭০বছর বয়সী মাতা সুফিয়া খাতুনকে নিয়ে পিতার বাড়ি কাচামাটির ঘরে জীবন যাপন করেন তিনি। প্রায় আড়াই শ’ জন মহিলাদের নিয়ে পাকুড়ীয়া নারী উন্নয়ন ক্লাবের মাধ্যমে হাঁস, মুরগী, গরু, ছাগল পালনের পরামর্শ দিয়ে গ্রামের পিছিয়ে পড়া নারীদের সচেতন করে নারীদের সাবলম্বির কঠিন পথে সহযোগিতা করেন।
এছাড়াও ফসলের রোগবালাই দমন, বাড়ির চারপাশে সবজি চাষ, জৈব সার প্রয়োগের উপর গুরুত্বারোপ, নিজের জমি নিজেই চাষ করে ধানের পাতা রোয়া, আগাছা দমন, ধান ও পাট কর্তন, সার কীটনাশক ছিটানো খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরিসহ নানাবিধ আত্মসংস্থানে নিজেদের নিয়োজিত করেন।

কৃষিতে নারীর অংশগ্রহণ জরীপে ২০০৫ সালে খোরদো বাজারে দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানেও পুরস্কার পান আকলিমা খাতুন। ব্যক্তি জীবনে অবিবাহিতা গুণীনারী স্বর্ণপদক জয়ী আকলিমা খাতুন কলারোয়ায় উজ্জল নক্ষত্র হয়ে থাকবে।

দেয়াড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই