বিরল প্রজাতির স্কুইড (ভিডিও)
জাপানের তয়ামা উপসাগরে দেখা মিলেছে একটি বিরল প্রজাতির স্কুইডের। বড়দিনের শুরুতে এটি উপসাগরটির পোতাশ্রয়ে এসে কয়েক ঘণ্টা আশ্রয় নিয়ে চলে যায়।
স্থানীয় সাঁতারুরা এর একটি ভিডিও তাদের ক্যামেরায় ধারণ করেন। সেখানকার একটি মৎস খামারের প্রধান মিতসুহিরো ফুয়া বিবিসিকে বলেন, গত বছরও এখানে এক ডজনের বেশি বড় ধরনের স্কুইড দেখা গেছে।
বিবিসি জানায়, এ প্রজাতির প্রাণিরা সাধারণত ১৩ মিটার পর্যন্ত লম্বা হয়। তবে তোয়মা উপসাগরের স্কুইডটি ছিল ৩.৭ মিটারের মতো। স্কুইডরা গভীর সাগরে বাস করে।
ডুবো চিত্রগ্রাহক তোকায়োশি কোজিমা বলেন, তথ্য পেয়ে তিনি স্কুইডটির ভিডিও চিত্র ধারণের জন্য পাশের তোয়ামা শহর থেকে এখানে আসেন। এটির ভিডিও চিত্র ধারণ করে তিনি স্কুইডটিকে গভীর সাগরে চলে যেতে সাহায্য করেন।
উল্লেখ্য, স্কুইড এক প্রকার সামুদ্রিক প্রাণি। দেখতে মাথা দেহ থেকে আলাদা মনে হওয়ার কারণে একে স্বতন্ত্র মস্তক মাছও বলা হয়। এটি গ্রিস, চীন, জাপান, ইতালি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, স্পেন, পর্তুগাল ফিলিপাইনে একটি জনপ্রিয় খাদ্য।
মন্তব্য চালু নেই